ওয়েব ডিজাইনে আগ্রহীদের জন্য আইটি বাড়ি নিয়ে এল সম্পূর্ণ বাংলা ভাষায় ওয়েব ডিজাইন শেখার ভিডিও টিউটোরিয়াল। এগুলো দেখে যে কেউই ঘরে বসেই সম্পূর্ণ প্রোফেশনাল মানের ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন। ভিডিও গুলোর কোয়ালিটি যাচাইয়ের স্বার্থে আমাদের এই পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল এর প্রথম ২০ টি ভিডিও ধারাবাহিকভাবে ইউটিউবে আপলোড করা হল। এটি হচ্ছে সেই প্রথম ২০ টি ভিডিওর একটি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আশা করি বুঝতে পারবেন “আইটি বাড়ি” এর কোয়ালিটি সম্পর্কে।

এই ফুল ওয়েব ডিজাইন প্যাকটি ডিভিডি আকারে অর্ডার করতে এই লিঙ্ক ক্লিক করুন- http://goo.gl/G9CVbc

source

32 Comments

  1. আপনি কি-
    বর্তমান বিশ্বের কারিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত?
    আইটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক?
    আন্তর্জাতিক মানের ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার এবং
    গ্রাফিক ডিজাইনার হতে চাইলে আমাদের সাথেই থাকুন!
    https://youtu.be/iRx2XqxUS4U

    Let’s start and join with us!

  2. সত্যিই যার কোনা তুলনাই হয় না। তাই ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করতে চাইনা,.,.,.love you bro,..keep it up.,.,.!

  3. ভাই সালাম নিবেন
    দীর্ঘদিন (9 মাস) ধরে আপনার ভিডিউ টিউটরিয়ালগুলি ধারাবাহিকভাবে দেখে আসছি। সত্যিই যার কোনা তুলনাই হয় না। তাই ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করতে চাইনা। আমি সিদ্ধান্ত নিয়েছি অনলাইনে কাজ করবো । তাই আমি একটি ছোট্ট ভুল করেছি আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গত আমি Upwork এ একটি Account open করেছি । আমার প্রোফাইলটি 100% করতে যেয়ে Add সার্টিফিকেট এর স্থানে আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে, আশা করি রাগ করবেন না। বর্ত মানে আমার প্রোফাইলটি 100% আছে। এখন আমি কিভাবে Upwork এ কাজ শুরু করতে পারি। যদিও এই ব্যাপারে এখানে অনেক টিপস দেওয়া আছে। আমার শখ SEO এতে কাজ করা । কিন্তু আমি কোন কাজই ভালভাবে পারি না। যতটুকু অগ্রগতি হয়েছে সবই আপনার ভিডিউ টিউটরিয়ালগুলি দেখে দেখে। এখন আপনার সিদ্ধান্তের উপর নির্ভ র করবে আমার কাজ করা। আপনি যে বিষয়ের উপর সিদ্ধান্ত দিবেন সেই বিষয়ের উপর আমি কাজ করবো। আর আমি জানতে চাচ্ছি যে, আপনার Upwork, SEO, HTML & CSS প্রথমত এই DVD গুলির প্যাকেজ একসাথে কত দাম পড়বে। মোট কতটি করে সিডি থাকবে এবং সেগুলি কিভাবে হাতে পেতে পারি? সমাধানের আশা রইলাম।

    ধন্যবাদান্তে
    আলম
    কুমিল্লা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here